নিউজ ডেস্ক : গুলশানের হলি আর্টিজ়ান রেস্তরাঁয় জঙ্গি হামলার পর কেটে গেছে বেশ কয়েকটা দিন। আর এই ঘটনার তদন্তে নেমে উঠে এসেছে বাংলাদেশের বেশকিছু যুবকের নিখোঁজ থাকার তথ্য। ওই নিখোঁজ যুবকদের মধ্যে ১০ জনের ছবিও প্রকাশ করেছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। আর তারা ভারতেই রয়েছে বলে অনুমান ভারতের গোয়েন্দাদের। তাই তাদের খোঁজে ভারত ও বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মেহদিপুর, হবিবপুর, হিলি, চাংরাবান্ধা সহ বেশ কয়েকটি জায়গায় নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। এ খবর জানিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইনাডু ইন্ডিয়া।
নিখোঁজ যে দশ যুবকের সন্ধান চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে তারা হলো, ঢাকার তেজগাঁওয়ের মোহাম্মদ বাসারুজ্জামান, বাড্ডার জুনায়েদ খান (পাসপোর্ট নম্বর- এ এফ ৭৪৯৩৩৭৮), চাপাইনবাবগঞ্জের নজিবুল্লাহ আনসারী, ঢাকার আশরাফ মোহাম্মদ ইসলাম (পাসপোর্ট নম্বর-৫২৫৮৪১৬২৫), সিলেটের তামিম আহমেদ চৌধুরী (পাসপোর্ট নম্বর-এল ০৬৩৩৪৭৮), ঢাকার ইব্রাহীম হাসান খান (পাসপোর্ট নম্বর-এ এফ ৭৪৯৩৩৭৮), লক্ষ্মীপুরের এটিএম তাজউদ্দিন (পাসপোর্ট নম্বর- এফ ০৫৮৫৫৬৮), ঢাকার ধানমণ্ডির জুবায়েদুর রহিম (পাসপোর্ট নম্বর-ই ১০৪৭৭১৯), সিলেটের মোহাম্মদ সাইফুল্লাহ ওজাকি (পাসপোর্ট নম্বর-টি কে ৮০৯৯৮৬০) এবং জুনুন শিকদার (পাসপোর্ট নম্বর-বি ই ০৯৪৯১৭২)।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সব নিখোঁজ যুবকদের পাসপোর্টের নম্বর সহ বিভিন্ন তথ্য ভারতীয় গোয়েন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর।
আর এই তথ্য পাওয়ার পরই ভারত ও বাংলাদেশ সীমান্ত জুড়ে কঠোর নজরদারি শুরু করেছে বিএসএফ ও বিজিবি। ইতিমধ্যেই বিএসএফ সদস্যরা সীমান্ত এলাকার গ্রামগুলিতে পুলিশকে সঙ্গে নিয়ে খোঁজখবর নিতেও শুরু করেছেন। কোনও অপরিচিত ব্যক্তিকে দেখতে পেলেই পুলিশ বা বিএসএফকে জানাতে বলা হয়েছে।
যদিও এই বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি পশ্চিমবঙ্গের মালদা জেলার পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এটি অনেক বড় বিষয়। এই নিয়ে আমার কিছু বলা উচিত হবে না। তবে গুলশানে হামলার পর জেলার সীমান্তবর্তী গ্রামগুলিতে কড়া নজর রাখা হচ্ছে। জেলার সব হোটেল, লজ, যাত্রী প্রতীক্ষালয়, বাসস্ট্যান্ড, রেলস্টেশন সহ ৩৪ নম্বর জাতীয় সড়কেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।”
৯ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস