শনিবার, ০৯ জুলাই, ২০১৬, ১০:০২:০৬

‘নর্থ সাউথ মাদ্রাসাকে গুড়িয়ে দাও’

‘নর্থ সাউথ মাদ্রাসাকে গুড়িয়ে দাও’


জুয়েল আইচ : গরীবের মাদ্রাসাকে সমর্থন করি। নর্থ সাউথ মাদ্রাসাকে গুড়িয়ে দাও। এ ক্যান্সার আমার প্রাণপ্রিয় দেশ মাতাকে মেরে ফেলছে। এ আমরা কিছুতেই সহ্য করবোনা।

এর কুৎসিত ব্যবসায়ীরা জাতীয় শত্রু। ওরা এই অন্তর্ঘাত বন্ধ না করলে ওদের অপ-ব্যবসা জাতি গুড়িয়ে দেবে। অসভ্য টাকা করেছে কি আমাদের মাথা কিনে নিয়েছে?

ওদের হাজার কোটি টাকার অসভ্য ব্যবসা জাতির মৃত্যুর কারণ হতে পারেনা।

বাঙালি জাতি কখনো আত্মহত্যা করবেনা। কখনোই না। জীবন দেবে কিন্তু অস্তিত্ব দেবেনা। এটাই শেষ কথা। আমরা মানুষ হিসেবেই বাঁচবো।

তোরা কোন জানোয়ার, আমাদের মেরে ফেলতে চাস?

-খ্যাতিমান জাদুশিল্পীর ফেসবুক থেকে

৯ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে