ঢাকা : ভারতে পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। পিস টিভি বন্ধ করায় ফুঁসে উঠেছে ভারতের বিভিন্ন মুসলিম সংগঠন। বিক্ষোভ হয়েছে বিভিন্ন জায়গায়। ভারতে পিস টিভি বন্ধের পরে বাংলাদেশেও এই টিভির সম্প্রচার বন্ধ করে দেয়ার ইঙ্গিত দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, পিস টিভিটি সম্পর্কে কিছু অভিযোগ আমাদের গোচরীভূত হয়েছে। এগুলো খতিয়ে দেখা হবে। মন্ত্রণালয়ের অফিস খুললেই কাজ শুরু হবে। অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
ইনু বলেন, আগামীকাল (রোববার) অফিস খুলবে। এরপর আমরা পিস টিভি বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেব। পিস টিভি জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে বলেও এসময় উল্লেখ করেন হাসানুল হত ইনু।
এদিকে বাংলাদেশে কেবল অপারেটরদের সংগঠন বাংলাদেশ কেবল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মীর হোসেন আখতার জানান, পিস টিভির সম্প্রচার বন্ধের জন্য আমরা সরকারের নির্দেশনায় রয়েছি। নির্দেশনা আসলেই সম্প্রচার বন্ধ করব।
৯ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর