শনিবার, ০৯ জুলাই, ২০১৬, ০৪:৫২:৫৪

গুলশানে জঙ্গি হামলার ঘটনা তদন্তে তিন দেশের সহায়তা নেবে পুলিশ

গুলশানে জঙ্গি হামলার ঘটনা তদন্তে তিন দেশের সহায়তা নেবে পুলিশ

নিউজ ডেস্ক: গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলা তদন্তে তিন দেশ থেকেকারিগরি সহায়তা সহায়তা নেবে পুলিশ। যুক্তরাষ্ট্র, ভারত ও সিঙ্গাপুর থেকে এ সহায়তা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার দুপুরে ডিএমপির সদর দপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, ওই ঘটনার পর যেসব আলামত সংগ্রহ করা হয়েছে সেগুলোর ফরেনসিক পরীক্ষার প্রয়োজনে যুক্তরাষ্ট্র, ভারত ও সিঙ্গাপুরের সহায়তা নেয়া হবে।

কমিশনার আরো বলেন, জঙ্গি দমনে পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি প্রশিক্ষিত একটি বিশেষ ইউনিট করা হবে। এজন্য কাজ শুরু হয়েছে। জঙ্গি দমনে পুলিশ কোনোভাবেই পিছপা হবে না।
০৯ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে