ঢাকা : ডা: জাকির নায়েকের পিস টিভির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ভারত। এই টিভির সম্প্রচারস্বত্ব নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশেও পিস টিভির নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেছেন হাসানুল হক ইনু।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মুখ খুলেছেন এই বিষয়ে। তিনি জাকির নায়েকের সমীহ করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশে জাকির নায়েক অনেক জনপ্রিয়। তার বিষয়ে সহসাই সিদ্ধান্ত নয়।
হঠাৎ করেই জাকির নায়েকের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া যাবে না। প্রসঙ্গত, ভারতীয় সরকার জাকির নায়েকের প্রতিষ্ঠান নিয়ে তদন্ত করছে। পিস টিভি নিষিদ্ধের পর এবার তাকে আটক করার কথা ভাবছে ভারত সরকার।
বিভিন্ন ভারতীয় মিডিয়ায় প্রকাশিত হয় এসব খবর। গুলশানে হামলার ঘটণার পরে বিভিন্ন মিডিয়া খবর প্রকাশ করে যে জাকির নায়েকের বক্তব্য শুনে জঙ্গিবাদের দিকে ধাবিত হয়েছে দুই তরুণ।
তবে এর প্রতিবাদ জানিয়েছেন জাকির নায়েক। তিনি বলেছেন, আইএস ইসলামের শত্রু। ইসলাম জঙ্গিবাদকে সাপোর্ট করে না। তার বক্তব্য বিভিন্ন মিডিয়া ভুলভাবে উপস্থাপন করছে বলেও অভিযোগ করেন তিনি।
৯ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর