ঢাকা : রাজধানীতে ব্যাপক আগ্নেয়াস্ত্র-গোলাবারুদসহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর ফকিরাপুল এলাকায় চেকপোষ্টে গাড়ি তল্লাশিকালে একটি প্রাইভেট কারে তল্লাসি চালিয়ে পুলিশ ব্যাপক আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ পায় র্যাব।
তার নাম সাইফুল ইসলাম। জিজ্ঞাসাবাদের পর তার মণিপুরপাড়ার বাসা থেকে আস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। সাইফুল প্রথমে বৈধ অস্ত্র ব্যবসায়ী দাবি করেন। তবে এর প্রমাণ দিতে পারেননি তিনি।
ধারনা করা হয়েছে তিনি জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত। তার ব্যবহারিত গাড়ি জব্দ করা হয়েছে। তার কাছ থেকে ৩ টি বিদেশী রিভলভার, রিভলভারের ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
তার মনিপুরপাড়ার বাসা থেকে ১টি ১২ বোরের শটগান, ১টি জিবিবি (গ্যাস ব্লো ব্যাক সিস্টেম) নন লিথ্যাল পিস্তল, ১টি মোবাইল নেটওয়ার্ক অচল করতে সক্ষম জ্যামার, ১টি টেলিস্কোপিক রাইফেল, ২০ রাউন্ড রাইফেলের গুলি, ৭৫ রাউন্ড শটগানের গুলি, ২০ রাউন্ড পিস্তলের গুলি, ১৩৩ রাউন্ড .২২ বোর গুলি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধারণা করা হচ্ছে বিভিন্ন সহিংস ঘটনায় অস্ত্রের যোগান দিয়ে আসছেন তিনি।
৯ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর