ঢাকা : গুলশানের নিকেতন এলকায় তাণ্ডব সৃষ্টি করে দুই মাতাল। এলাকাবাসী জানায়, নিকেতন এলাকায় একটি প্রাইভেট কার এসে এলোপাথারিভাবে চলতে থাকে। এর পরে নেমে আসেন দুই মাতাল।
শুরু হয় দুই মাতালের তাণ্ডব। লোকজনকে গাড়ি থেকে নেমে এলোপাথারি পিটাতে শুরু করে এই দুই মাতাল। স্তব্ধ হয়ে যায় এলাকাবাসী। লাঠি দিয়ে বিভিন্ন দোকানে ভাঙচুর শুরু করে। দোকানের মালপত্র ছন্নবিচ্ছিন্ন করে। থমকে যায় সবাই।
এরা কারা? পারস্পারিক জিজ্ঞাসাবাদে এর কোনো জবাব বের করতে পারেনি এলাকাবাসী। বাধ্য হয়ে গুলশান থানায় ফোন করে তারা। শনিবার সন্ধ্যায় দিকে এই ঘটণায় পুলিশ এসে আটক করে দুই মতালকে।
পরে তাদের তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সোপার্দ করা হয়। পুলিশ জানায়, মদ থেকে এরা মাতলামি শুরু করে। এখনো তাদের পরিচয় ও নাম জানা যায়নি। নাম জিজ্ঞেস করলে ভিন্ন ভিন্ন নাম বলেছে তারা।
৯ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর