নিউজ ডেস্ক : দুই দিনের সফরে ঢাকায় এসেছেন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। রোববার সকালে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
জানা গেছে, এ মাসের শেষ দিকে ঢাকায় আসার কথা ছিল সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। কিন্তু সাম্প্রতিক সময়ে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রেক্ষাপটে তার এ সফর এগিয়ে আনা হয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, নিশা দেশাইয়ের সফরে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের বিষয়টি প্রাধান্য পাবে। ঢাকা সফরকালে নিশা দেশাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ছাড়াও সরকারের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
সূত্র জানান, সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নিশা দেশাই গত ১ জুলাই গুলশানে হামলার ঘটনা পরবর্তী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি এই হামলার ঘটনা তদন্তে মার্কিন সহায়তার প্রস্তাব দেবেন। এ ছাড়া ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশে কর্মরত মার্কিনিদের নিরাপত্তা নিয়েও কথা বলবেন তিনি।
রাজধানীর কলাবাগানে বাসায় ইউএসএআইডির কর্মকর্তা জুলহাস মান্নান ও তার এক বন্ধুকে কুপিয়ে হত্যার ঘটনার তদন্তের অগ্রগতি নিয়েও আলোচনা করতে পারেন নিশা দেশাই।
গত ২৫ এপ্রিল ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান হত্যার পর ৫ ও ৬ এপ্রিল বাংলাদেশ সফর করেন নিশা দেশাই।
১০ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম