রবিবার, ১০ জুলাই, ২০১৬, ১১:৩৪:৫৯

‘শিক্ষা প্রতিষ্ঠানে ১০ দিন অনুপস্থিত থাকলেই জানাতে হবে’

‘শিক্ষা প্রতিষ্ঠানে ১০ দিন অনুপস্থিত থাকলেই জানাতে হবে’

ঢাকা: বাড়ি পালিয়ে জঙ্গিবাদে জড়ানোর বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে আসার পর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দশ দিনের বেশি অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা চেয়েছে সরকার।

টানা ১০ দিন কোনো শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলে তাদের তালিকা স্থানীয় শিক্ষা অফিস এবং মন্ত্রণালয়ে জমা দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই নির্দেশ দেন। স্কুল, কলেজ, পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
১০ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে