নিউজ ডেস্ক : এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে দুটি বড় হামলার পর জঙ্গিদের জামিনের বিষয়ে বিচারপতিদের কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের সহকারী জাজদের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে তিনি এ আহ্বান জানান।
জঙ্গিদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা কোনো ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন নেই বলেও জানান আনিসুল হক। তিনি বলেন, প্রচলিত আইনেই এই জঙ্গিদের বিচার সম্ভব।
সাম্প্রতিক হামলাগুলোতে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বার বার নাম আসা প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, এখনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সময় আসেনি। যারা অপরাধ করছে তাদের বিষয়ে দেখা হচ্ছে।
১০ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম