নিউজ ডেস্ক : সাম্প্রতিক হামলাগুলোতে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে জঙ্গিরা। তাদের যোগাযোগের উপকরণ নিয়ে গবেষণা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, জঙ্গিরা বর্তমানে উন্নত প্রযুক্তি ব্যবহার করে পারস্পরিক তথ্য আদান-প্রদান করছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা নিত্য-নতুন অ্যাপস ব্যবহার করে। গুলশানের হোলি আর্টিজান রেঁস্তরায় হামলার পরও জঙ্গিরা বিশেষ অ্যাপসের মাধ্যমে ছবিগুলো তাদের নিজেদের লোকজনের কাছে পাঠায় বলে জানা গেছে।
গোয়েন্দা সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, জঙ্গিরা সাধারণত মোবাইল ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কমন উপকরণগুলো ব্যবহার করছে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন ব্লগ নজরদারি করে থাকে। কিন্তু জঙ্গিরা ‘প্রটেক্টেড টেক্সট’ ঘরানার এমন কিছু সফটওয়্যার ব্যবহার করে যাতে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি করতে পারে না। এসব সফটওয়্যার ব্যবহারের সময় সার্ভার পার হওয়ার সময় বার্তাগুলো এনক্রিপ্ট হয়ে যায়।
গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জঙ্গিদের যোগাযোগের উপকরণ নিয়ে গবেষণা করছে। এসব কিভাবে নজরদারির আওতায় আনা যায় তার কর্ম-কৌশল নির্ধারণ চলছে। ওই কর্মকর্তা বলেন, প্রয়োজনে এসব উপকরণ নজরদারি করতে বিদেশ থেকে উন্নত প্রযুক্তি স্থাপন করা হবে। -এমজমিন
১০ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম