রবিবার, ১০ জুলাই, ২০১৬, ০৩:৩৬:৫৫

পররাষ্ট্রসচিবের সঙ্গে নিশা দেশাইয়ের বৈঠক

পররাষ্ট্রসচিবের সঙ্গে নিশা দেশাইয়ের বৈঠক

ঢাকা : পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

রোববার বেলা সাড়ে ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শুরু হয়।  বৈঠকে উপস্থিত রয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দুপুর ৩টায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন নিশা দেশাই।

এর আগে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেন নিশা দেশাই।

জানা গেছে, এ মাসের শেষদিকে ঢাকায় আসার কথা ছিল সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর।  কিন্তু সাম্প্রতিক সময়ে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় এ সফর এগিয়ে আনা হয়।

গত মে মাসের পর ঢাকায় এটি তার দ্বিতীয় সফর।
নিশা দেশাইয়ের সফরে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের বিষয়টি প্রাধান্য পাবে।

ঢাকা সফরকালে নিশা দেশাই পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

রাজধানীর কলাবাগানে বাসায় ইউএসএআইডির কর্মকর্তা জুলহাস মান্নান ও তার এক বন্ধুকে কুপিয়ে হত্যার ঘটনার তদন্তের অগ্রগতি নিয়েও আলোচনা করতে পারেন নিশা দেশাই।
১০ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে