ঢাকা : কঠোর নিরাপত্তার মধ্যেও রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বোমা উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে স্টেশনের নারায়ণগঞ্জগামী ট্রেনের প্লাটফর্মের পাশে বোমাটি পাওয়া যায়।
এসময় গোটা স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় যাত্রীসহ সবাইকে স্টেশন থেকে বের করে দিয়ে বোমাটি নিস্ক্রিয় করে পুলিশ।
কয়েক যাত্রী জানান, বিকেলে সোয়া ৬ টার দিকে নারায়ণগঞ্জগামী প্লাটফর্মের পাশে একটি বোমা পড়ে থাকতে দেখা যায়। পরে আইনশৃঙ্খালা বাহিনীর সদস্যরা প্লাটফর্মে থাকা যাত্রীদের বের করে দেন।
মুহূর্তের মধ্যে সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশের বোমা বিশেষজ্ঞরা বিস্ফোরণ ঘটিয়ে বোমাটি নিস্ক্রিয় করেন।
এ ব্যাপারে কমলাপুর জিআরপি থানার ওসি আব্দুল মজিদ বলেন, একটি বোমাসাদৃশ বস্তু পাওয়া যায়। পরে সেটি নিস্ক্রিয় করা হয়।
তিনি বলেন, এটি একটি মহড়া ছিল। তবে কাদের মহড়া ছিল তা জানাতে চাননি।
কমলাপুর রেলস্টেশনে নিরাপত্তায় নিয়োজিত একটি সূত্র জানায়, একটি বোমা উদ্ধার করা হয়। তবে কারো কোনো ধরনের ক্ষতি হয়নি। তার আগেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার করে নিস্ক্রিয় করে ফেলেন।
১০ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম