ঢাকা : মিষ্টির প্যাকেট থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। রাজধানীর মধ্য বাড্ডার মেম্বার গলির ময়লার স্তূপের পাশে মিষ্টির কাটনের মধ্যে ৪ দিন বয়সী নবজাতককে উদ্ধার করে পুলিশ।
রোববার দুপুরে নবজাতকটি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ বেওয়ারিশ শিশুটিকে উদ্ধার করে।
উদ্ধারকৃত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপালের শিশু বিভাগে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।
তবে নবজাতককে কে বা কারা রেখে গেছে তার সন্ধান পায়নি পুলিশ।
১০ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম