ঢাকা: সোমবার আদালতে হাজিরা দিতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার রাতে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে আদালতে সোমবার নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে যাবেন না বিএনপি চেয়ারপারসন।’
সোমবার নাইকো দুর্নীতি মামলায় আদালতে খালেদা জিয়ার হাজিরা দেওয়ার কথা ছিলো বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পরবর্তীতে ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে ওই মামলায় অভিযোগপত্র দেয় দুদক।
১১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম