সোমবার, ১১ জুলাই, ২০১৬, ০৪:৫৯:৫৭

বাসের ধাক্কায় মারা গেলেন তাবলিগ জামাতের শীর্ষ আলেম

বাসের ধাক্কায় মারা গেলেন তাবলিগ জামাতের শীর্ষ আলেম

ঢাকা : রাজধানীর কাকরাইলে বাসের ধাক্কায় মারা গেছেন তাবলিগ জামাতের শীর্ষ আলেম ওয়াজি উল্লাহ (৬০)।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াজি উল্লাহর গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বালিয়াপুরে।  তবে তিনি স্বপরিবারে রাজধানীর শনিরআখড়া এলাকায় থাকতেন।

নিহতের মেয়ের জামাতা ইব্রাহিম জানান, তিনি কাকরাইল মসজিদে ৪০ বছর ধরে বয়ান দিয়ে আসছিলেন।  সোমবার সকালে ওই মসজিদের সামনে তিনি চলাফেরা করছিলেন।

তিনি জানান, এসময় দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দেয়।  এতে গুরুতর আহত হন তিনি। ‌ এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরির্দশক (এসআই) বাচ্চু মিয়া জানান, বৃদ্ধের মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে।
১১ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে