সোমবার, ১১ জুলাই, ২০১৬, ১০:০৬:১৬

শেখ হাসিনাকে নিয়ে মন্ত্রীর ৮ লাইনের কবিতা

শেখ হাসিনাকে নিয়ে মন্ত্রীর ৮ লাইনের কবিতা

ঢাকা : রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন বিষয়কে উপজীব্য করে কবিতা লিখেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে কবিতাটি পড়ে শোনান তিনি।  আট লাইনের কবিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোবলের কথা উল্লেখ করেছেন তিনি।

শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদনের সময় অশ্রুসজল হলেও কর্তব্য পালনে অবিচল রয়েছেন বলেও লিখেছেন ইয়াফেস ওসমান।

কবিতাটি তুলে ধরা হলো :

হারানো জীবন দেখে
চোখে ছিল জল
কর্তব্য পালনে দৃঢ়
কণ্ঠ অবিচল

দিতে হবে মাশুল সবে
পিছনেতে যারা
জাতির পিতার কন্যা
কভু নহে দিশেহারা।।
১১জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে