সোমবার, ১১ জুলাই, ২০১৬, ১১:০৯:০০

অনলাইনেও থাকবে না জাকির নায়েকের পিস টিভি

 অনলাইনেও থাকবে না জাকির নায়েকের পিস টিভি

নিউজ ডেস্ক : ভারতীয় নাগরিক ইসলামী বক্তা ডা. জাকির নায়েক পরিচালিত পিস টিভির সম্প্রচার বাতিলের সিদ্ধান্তের পর অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও সম্প্রচার বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার।  

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সোমবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তারানা হালিম বলেন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র সঙ্গে এ বিষয়ে আলোচনা করে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।  

তবে বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানিয়েছেন, নির্দেশনা পাওয়ামাত্র সোমবার অনলাইনে পিস টিভির লাইভ, ইউটিউব বা ফেসবুকের ইউআরএল নির্দিষ্ট করে বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

বোরবার আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্তের পর সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে ডাউন লিংকের শর্ত ভঙ্গ করায় বিদেশি ফ্রি-টু-এয়ার টিভি চ্যানেল পিস টিভির ডাউন লিংকের অনুমতি বাতিল করা হলো।

সেই সঙ্গে বাংলাদেশের ভেতরে পিস টিভির সব ধরনের সম্প্রচার বন্ধের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে প্রজ্ঞাপনে।

এদিকে পেশায় একজন চিকিৎসক হলেও ধর্মীয় বিষয়ে টেলিভিশনে সুবক্তা হিসেবে পরিচিত জাকির নায়েক।  কিন্তু তাকে ঘিরে তর্ক-বিতর্কও কম হচ্ছে না।

জানা গেছে, জাকির নায়েক পরিচালিত মুম্বাইভিত্তিক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের একটি সহযোগী প্রতিষ্ঠান পিস টিভিতে ধর্মীয় আলোচনা কালে তার ও অন্যান্য বক্তাদের বিভিন্ন সময়ে দেখা ব্যাখ্যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

বিশেষ করে গত ১ জুলাই গুলশান হামলায় জড়িতদের মধ্যে অন্তত দুজন সামাজিক যোগাযোগের মাধ্যমে জাকির নায়েকের মত ইসলামী বক্তাদের নিয়মিত অনুসরণ করতেন।  এমনকি তার কথায় প্ররোচিত হয়ে ভারতের কয়েকজন তরুণ আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমিয়েছে বলেও খবর এসেছে।  তবে জাকির নায়েক বলেছেন, কোনো সন্ত্রাসী যদি তার ভক্ত হয় তার করার কি আছে।

বিষয়টি প্রকাশ্যে আসার পর জাকির নায়েকের বিষয়ে উদ্যোগী হয় ভারত সরকার।  মহারাষ্ট্র রাজ্য সরকার তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। মুম্বাইয়ে তার অফিস ঘিরে পুলিশ মোতায়েন করা হয়।
১১জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে