নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দিবাগত রাত পৌনে ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিএনপির সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে, গত ৫ জুলাই রাতে ফখরুল সিডনির পথে ঢাকা ছেড়েছিলেন। সেখানে বড় মেয়ে মির্জা সামারুর সঙ্গে ঈদ উদযাপনের পর মির্জা ফখরুল ক্যানবেরায় একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নেবেন বলে সে সময় জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
মির্জা ফখরুখের বড় মেয়ে সামারুহ সিডনিতে একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।
১২ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম