নিউজ ডেস্ক : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মা জোবাইদা রহমান (৯৬) মঙ্গলবার ভোরে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি নেত্রকোনার মদন উপজেলার বাড়ি বাদেরা গ্রামের প্রাক্তন পুলিশ কর্মকর্তা মরহুম লুৎফুর রহমানের সহধর্মিণী। তিনি চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জোবাইদা রহমান বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার ভোরে ঢাকার অ্যাপোলো হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
বিকেলে ঢাকার বনানী কবরস্থানে স্বামীর কবরের পাশে তার লাশ দাফন করা হবে।
তার মৃত্যুতে নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি প্রাক্তন এমপি আশরাফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. মো. আনোয়ারুল হক গভীর শোক প্রকাশ করেছেন।
১২ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম