ঢাকা : রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলায় জড়িত জঙ্গিদের বাড়ি ভাড়া দেয়ার আগে নাম-ঠিকানাসহ তথ্য না রাখায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ ৩ জনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
শনিবার বিকেল ৫টার দিকে তাদের আটক করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
আটককৃত রা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন অধ্যাপক গিয়াস উদ্দিন আহসান, তার ভাগনে আলম চৌধুরী ও ভবনের ব্যবস্থাপক মাহবুবুর রহমান তুহিন।
গত ১ জুলাই রাতে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ঘটনা ঘটে। রাতভর জিম্মি ঘটনার পর সকালে কমান্ডো অভিযানে পাঁচ হামলাকারী নিহত হয়।
এ ঘটনায় ২০ জিম্মিকে রাতেই হত্যা করে হামলাকারীরা, যাদের বেশির ভাগই বিদেশি। সেখান থেকে জীবিত উদ্ধার করা হয় ১৩ জিম্মিকে।
১৬ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম