ঢাকা : রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর শঙ্কিত অভিভাবকরা। এমন ছেলেরা জঙ্গি হবে ভাবতেও পারছেন না তারা।
কয়েক মাসের বেশি সময় ধরে নিখোঁজ মানুষদের মধ্যে কমপক্ষে ৬৩ জনের বিষয়ে জঙ্গি সন্দেহে গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে। এদের বেশির ভাগই উচ্চশিক্ষিত, প্রযুক্তি জ্ঞানসম্পন্ন।
জঙ্গি খাতায় নাম লেখানো তরুণরা পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেই প্রস্তুতি নিয়েছে। এদের বিষয়ে তদন্তে নেমে তাদের পাশাপাশি কারা ওই তরুণদের বিপথে নিয়ে গেছে সেটা জানার চেষ্টাও চলছে।
এখন পর্যন্ত নিখোঁজ থাকা ১০ জঙ্গির যে তালিকা প্রকাশ হয়েছে তাদের একজন জুন্নুন শিকদার। দেশ সেরা একটি স্কুল থেকে এসএসসি এবং একটি নামকরা কলেজ থেকে এইচএসসি পাস করে ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করেছে দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।
জুন্নুন প্রায় ৮ মাস ধরে যোগাযোগ বিচ্ছিন্ন বলে দাবি করছে তার পরিবার। জুন্নুরের মা গণমাধ্যমকে বলেন, প্রায় আট মাস ধরে তার সাথে কোনো যোগযোগ নেই। ওর বাবার সঙ্গে অনেক আগে একদিন কথা হয়েছিল।
তিনি বলেন, এরপর আর কোনো খবর পাইনি ওর। আমাদের কাছে বলেছিল, মালয়েশিয়ায় পড়াশোনা করবে। ওখানে গিয়ে দু’একদিন আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। এরপর আর কোনো যোগাযোগ করেনি।
‘নিখোঁজ হওয়ার আগে জঙ্গি সংশ্লিষ্টতায় জেল খেটে জামিনে ছিল জুন্নুন। এর আগে মালয়েশিয়া যাওয়ার জন্য বাবার সঙ্গে ঝগড়াও করে সে’।
পরে একদিন নিরুদ্দেশ হয়ে যায় বলে দাবি করে জুন্নুনের মা বলেন, আমরা মালয়েশিয়ায় পাঠাতে চাইনি। ও আমাদের না বলেই চলে গেছে।
একমাত্র ছেলের এমন খবর শুনে আমি অন্যরকম হয়ে গেছি। এমন ছেলে জঙ্গি হবে কখনো ভাবতেও পারিনি। সর্বশেষ প্রায় আড়াই মাস আগে মালয়েশিয়া থেকে সে বাবার কাছে ফোন করেছিল বলে দাবি করেন জুন্নুনের পরিবার।
গত ১ জুলাই রাতে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ঘটনা ঘটে। রাতভর জিম্মি ঘটনার পর সকালে কমান্ডো অভিযানে পাঁচ হামলাকারী নিহত হয়।
এ ঘটনায় ২০ জিম্মিকে রাতেই হত্যা করে হামলাকারীরা, যাদের বেশির ভাগই বিদেশি। সেখান থেকে জীবিত উদ্ধার করা হয় ১৩ জিম্মিকে।
এ ঘটনার রেশ না কাটতেই আবার ঈদের দিন শোলাকিয়ায় ন্যক্কারজনক হামলা করে জঙ্গিরা। এ ঘটনায় পুলিশসহ চারজন নিহত হয়।
১৬ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম