রবিবার, ১৭ জুলাই, ২০১৬, ০৩:৫৩:২৬

গিয়াসউদ্দীনের বাড়িই ছিল ‘অপারেশন হাউজ’!

গিয়াসউদ্দীনের বাড়িই ছিল ‘অপারেশন হাউজ’!

নিউজ ডেস্ক : গুলশান রেস্টুরেন্টে হামলায় জড়িতদের বাড়িভাড়া দেওয়ার অভিযোগে শনিবার নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য গিয়াসউদ্দীন আহসানসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে গিয়াসউদ্দীনের বাড়িকে ‘অপারেশন হাউজ’ বলে উল্লেখ করেছেন গোয়েন্দা কর্মকর্তারা।

সন্ত্রাসী হামলা পরিচালনার জন্য একটি ‘অপারেশন হাউজ’ থাকে। এখান থেকেই হামলার পরিকল্পনা করা হয়। অনেক সময় হামলা কার্যক্রম পরিচালিতও হয়। গুলশানের হলিডে আর্টিজান রেষ্টুরেন্টে হামলার ‘অপারেশন হাউজ’ হিসেবে ব্যবহার করা হয় বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি।

গুলশান হামলার ঘটনায় আটক জঙ্গি ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে কাউন্টার টেরোরিজমের একটি অভিজ্ঞ তদন্ত দল গুলশান হামলার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত করছেন। তদন্তে বেরিয়ে আসে হামলার আগে ঘাতকরা কোথায় কোথায় অবস্থান নিয়েছিল।

গোয়েন্দা সূত্র জানায়, গুলশানের আর্টিসান রেষ্টুরেন্টে হামলার মূল পরিকল্পনাকারী ও তার সহযোগীদের শনাক্ত করা হয়েছে। পরিকল্পনাকারী দেশেই অবস্থান করছেন। গুলশান হামলার ঘটনা তদন্ত শেষে ওই বিষয়ে নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

এর আগে হামলায় জড়িত জঙ্গিদের বাড়ি ভাড়া দেয়ার আগে নাম-ঠিকানাসহ তথ্য না রাখায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ ৩ জনকে আটক করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। শনিবার বিকেল ৫টার দিকে তাদের আটক করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, গিয়াসউদ্দীনের বসুন্ধরার বাড়ি থেকেই হামলার পরিকল্পনা করা হয়। জঙ্গিরা মে মাসের শেষ সপ্তাহে এই বাড়িটি ভাড়া নেয়। জঙ্গিরা স্ত্রী, ভাই এবং শ্যালক থাকবে বলে বাসাটি ভাড়া নেয়। এখান থেকেই তারা আর্টিসান রেস্টুরেন্ট রেইকি করে।

মে মাসের শেষ সপ্তাহে এবং রমজানের এক সপ্তাহ আগে হামলাকারীরা এই বাড়িটি ভাড়া নেয়।

আটককৃতরা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন অধ্যাপক গিয়াস উদ্দিন আহসান, তার ভাগনে আলম চৌধুরী ও ভবনের ব্যবস্থাপক মাহবুবুর রহমান তুহিন।
১৭ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে