নিউজ ডেস্ক : রাজধানীর গুলশান হামলায় জড়িত জঙ্গিদের ব্যবহৃত আরেকটি বাড়ির সন্ধান পাওয়ার দাবি করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (পিআর) মাসুদুর রহমান এ দাবি করেন।
তিনি জানান, পশ্চিম শেওড়া পাড়ার ৪৪১/৮ নম্বর বাসাটিও জঙ্গিরা ব্যবহার করেছিল। যারা গুলশান হামলায় জড়িত। বাড়ির মালিক নূরুল ইসলামকে আটক করা হয়েছে। ওই বাসা থেকে গ্রেনেড ও কালো পোশাক পাওয়া গেছে।
নূরুল ইসলাম ভাড়াটিয়াদের তথ্য না নিয়েই বাড়ি ভাড়া দিয়েছেন। তবে জঙ্গিবাদের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা আছে কিনা তা জানা যায়নি।
১৭ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম