রবিবার, ১৭ জুলাই, ২০১৬, ০৪:১১:১৭

গুলশানে হামলা হবে আগেই জানতো গোয়েন্দারা : স্বরাষ্ট্রমন্ত্রী

গুলশানে হামলা হবে আগেই জানতো গোয়েন্দারা : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা : রাজধানীর গুলশান এলাকায় এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতে জঙ্গি হামলা হবে তা আগেই জানতো গোয়েন্দারা।  সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকেই সতর্ক ছিল।

এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
 
১৭ জুলাই রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এমনটা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলনে, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে, গুলশানে হামলা হতে পারে।  আমরা প্রস্তুতও ছিলাম।  একজন এসআই হামলার ঠিক তিন মিনিটের মাথায় সেখানে উপস্থিতও হয়েছিল।  শোলাকিয়ায় হামলারও আগাম তথ্য ছিল আমাদের কাছে।  তাই মাঠের এক কিলোমিটার দূরে চেকপোস্ট বসানো হয়েছিল।

তিনি বলেন, গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার আধাঘণ্টার মধ্যে প্রবেশ করা সম্ভব ছিল। আমরা চাইলে আধাঘণ্টার মধ্যে রেস্টুরেন্টে ঢুকতে পারতাম, কিন্তু জিম্মিদের অবস্থা জানা ছিল না।  সেসব তথ্য জানতেই জঙ্গিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছিল।

এসময় তিনি বিপথগামীদের এ পথ পরিহার করে ফিরে আসার আহ্বান জানান।  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কঠোর হতে চাই না।  কে কোথায় আছে, তার সবই আমরা জানি।  তবুও বলছি ফিরে এসো, দোষ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ১ জুলাই রাতে গুলশানের কূটনীতিক পাড়ায় হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জিম্মিকে হত্যা করে।

সন্ত্রাসীদের ছোড়া গ্রেনেডে প্রাণ হারান ডিবির এসি রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন খান।

পরদিন ২ জুলাই শনিবার সকালে নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান চালিয়ে সেখান থেকে ১৩ জিম্মিকে জীবিত উদ্ধার করে।  ৬ জঙ্গির মৃতদেহ পাওয়া যায়।

এ ঘটনার ঠিক সাতদিনের মাথায় ৭ জুলাই সকাল সোয়া ৯টার দিকে শোলাকিয়ায় ঈদ জামাতের মাঠের কাছে পুলিশ সদস্যদের ওপর বোমা হামলা চালায় জঙ্গিরা।

এ ঘটনায় দুই পুলিশ সদস্য, গৃহবধূ ঝর্ণা রানী ও সন্ত্রাসী আবির নিহত হন।  আহত হন আরো ৮ জন। এদের মধ্যে গুরুতর আহত ৬ পুলিশ সদস্যকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।
১৭ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে