সোমবার, ১৮ জুলাই, ২০১৬, ০৪:৫২:১৬

এসি রবিউলকে ‘জাতীয় বীর’ ঘোষণার দাবি

এসি রবিউলকে ‘জাতীয় বীর’ ঘোষণার দাবি

নিউজ ডেস্ক: গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তা এসি রবিউল করিমকে ‘জাতীয় বীর’ ঘোষণার দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাক্তণ ছাত্রলীগ পর্ষদ।


গতকাল রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এসি রবিউল করিম ও এডিসি আব্দুল আহাদ স্মরণে আয়োজিত এক স্মরণসভা ও দোয়া মাহফিলে এ দাবি জানান বক্তারা। গুলশান হামলায় নিহত এসি রবিউল করিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩০ তম ব্যাচের বাংলা বিভাগ ও আহত এডিসি আব্দুল আহাদ ২৬ তম ব্যাচের সরকার ও রাজনীতি বিভাগের প্রাক্তণ শিক্ষার্থী।


প্রাক্তণ ছাত্রলীগ পর্ষদের সভাপতি শামসুল হক বলেন, দেশের স্বার্থে দায়িত্ব পালন করতে গিয়ে রবিউল জীবন দিয়েছেন। তাকে জাতীয় বীর ঘোষণা করা হোক। আহত আহাদের উন্নত চিকিৎসার দায়িত্ব গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।

জাকসুর সাবেক ভিপি ও বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মো. আশরাফউদ্দীন খান বলেন, দেশের চলমান সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অসুস্থ রাজনীতি সবাইকে একত্রিত হতে দিচ্ছে না। অন্তত দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা যদি ঐক্যবদ্ধ হয় তবে সাম্প্রদায়িক শক্তি মাথাচারা দিয়ে উঠতে পারবে না।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মহিবুল্লাহ বলেন, একটি সন্ত্রাসী চক্র রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে সহিংসতার লীলাখেলায় মেতে উঠেছে। সবাই মিলে এটি প্রতিহত করা হবে। মহিবুল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম এ মামুন, ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, সাবেক শিক্ষার্থী মইনুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত ১ জুলাই শুক্রবার রাত পৌনে নয়টার দিকে গুলশানের ৭৯ নম্বরের আর্টিজান রেস্তোরাঁয় ৮ থেকে ১০ জন যুবক অতর্কিত হামলা চালায়। এরপর তারা ওই রেস্তোরাঁয় থাকা লোকজনকে জিম্মি করে।  ওই রেস্তোরাঁয় জঙ্গি হামলার কিছুক্ষণ পর পুলিশের অগ্রগামী দলের দুই কর্মকর্তা জঙ্গিদের গুলি ও বোমায় নিহত হন। আহত হন অন্তত ৪০ জন পুলিশ সদস্য। নিহত দুই পুলিশ কর্মকর্তা হলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন।

১৮ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে