নিউজ ডেস্ক : গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলাকারী জঙ্গিদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এস এম গিয়াস উদ্দিন আহসানসহ গ্রেপ্তার তিন জন আশ্রয় দিয়েছেন এবং হামলা করতে সহায়তা করেছেন বলে দাবি করেছে পুলিশ।
রবিবার পুলিশের পক্ষ থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দেওয়া প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে। এই মামলায় গিয়াস উদ্দিন আহসান ও তার দুই সহযোগী এবং মিরপুর থেকে গ্রেপ্তার স্কুলশিক্ষককে আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এ ছাড়া সাভার থেকে গ্রেপ্তার হওয়া স্কুলশিক্ষককে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। তবে তাদের সবাইকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়, কোনো সুনির্দিষ্ট মামলায় নয়।
গুলশানের রেস্তোরাঁয় হামলাকারীদের বাসা ভাড়া দেওয়া এবং তাদের বিষয়ে তথ্য না রাখার অভিযোগে শনিবার মধ্যরাতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া থেকে নুরুল ইসলাম নামের এক বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। নুরুল ইসলাম মিরপুর ১০ নম্বরে অবস্থিত আদর্শ উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
এ ছাড়া জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগে আশুলিয়া থানার পুলিশ গত শনিবার মিলন হোসাইন নামের আরেক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রবিবার তাকে ১০ দিনের পুলিশি রিমান্ড চেয়ে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম গিয়াস উদ্দিন আহসান, তার ফ্ল্যাটের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান এবং ভাগনে আলম চৌধুরীকে গ্রেপ্তার করা হয় শনিবার বিকেলে। গিয়াস উদ্দিন এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস অনুষদের ডিন।
আদালত সূত্রে জানা যায়, ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মো. হুমায়ুন কবির এই অধ্যাপকসহ চারজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় (সন্দেহজনক) গ্রেপ্তার দেখিয়ে রবিবার ১০ দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায়।
প্রসিকিউটর আবদুল্লাহ আবু আদালতের কাছে দাবি করেন, তারা জঙ্গিদের বাসা ভাড়া দিয়েছেন, কিন্তু ভাড়াটের কোনো তথ্য থানাকে দেননি। বাড়িভাড়ার আড়ালে জঙ্গিদের আশ্রয় দিয়ে তারা সহযোগিতা করেছেন।
তিনি বলেন, পুলিশ ভাড়াটেদের কক্ষ থেকে বালুভর্তি কার্টন, পোশাকসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে। এসব কার্টনে হামলায় ব্যবহৃত গ্রেনেড রাখা হয়েছিল বলে পুলিশের ধারণা।
শুনানি শেষে মহানগর হাকিম মো. তসরুজ্জামান আসামিদের জামিনের আবেদন নাকচ করে আট দিন করে রিমান্ড মঞ্জুর করে।
১৮ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/সৈকত/এমএম