ঢাকা : যেমন কথা তেমন কাজ, তাই করে দেখালেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি আতিকুল ইসলাম। গ্রেপ্তার হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক এস এম গিয়াস উদ্দিন আহসানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করেছেন তিনি।
এই শিক্ষক বিশ্ববিদ্যালয়টির স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস অনুষদের ডিন ছিলেন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়টির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল রোববার রাজধানীতে এক মতবিনিময় সভায় জঙ্গিদের ‘ক্যানসার’ উল্লেখ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম বলেছিলেন, তাদের বিশ্ববিদ্যালয়ে ‘অপারেশন’ করে ক্যানসার কেটে ফেলা হবে। এ ঘোষণার একদিন পর এমন সিদ্ধান্ত নিলেন তিনি।
গিয়াস উদ্দিন আহসান, তার ফ্ল্যাটের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান ও ভাগনে আলম চৌধুরীকে গ্রেপ্তার করা হয় গত শনিবার বিকেলে। তিনি ও তার সহযোগীরা গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলাকারীদের আশ্রয় ও হামলা করতে সহায়তা করেন বলে অভিযোগ করে পুলিশ।
গতকাল রোববার পুলিশের পক্ষ থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দেয়া প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে।
আদালত গিয়াস উদ্দিন আহসান ও তার দুই সহযোগী এবং মিরপুর থেকে গ্রেপ্তার স্কুলশিক্ষককে আটদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ১ জুলাই রাতে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ঘটনা ঘটে। রাতভর জিম্মি ঘটনার পর সকালে কমান্ডো অভিযানে পাঁচ হামলাকারী নিহত হয়।
এ ঘটনায় ২০ জিম্মিকে রাতেই হত্যা করে হামলাকারীরা, যাদের বেশির ভাগই বিদেশি। সেখান থেকে জীবিত উদ্ধার করা হয় ১৩ জিম্মিকে।
এ ঘটনার রেশ না কাটতেই আবার ঈদের দিন শোলাকিয়ায় ন্যক্কারজনক হামলা করে জঙ্গিরা। এ ঘটনায় পুলিশসহ চারজন নিহত হয়।
১৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম