বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬, ১২:৪৪:১১

তারেকের রায়ের পর প্রতিক্রিয়ায় যা বললেন মির্জা ফখরুল

তারেকের রায়ের পর প্রতিক্রিয়ায় যা বললেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অর্থ পাচার মামলায় হাই কোর্টের রায়ের পার প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকে বৃহস্পতিবার সকালে রায় ঘোষণার পর মুঠোফোনে তিনি বলেন, সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তারেক রহমানের খালাসের রায় বাতিল করে তাঁকে সাজা দেওয়া হয়েছে।

আজ হাইকোর্টের একটি বেঞ্চ অর্থ পাচার মামলায় তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করে রায় দেন। ২০১৩ সালে তারেক রহমান নিম্ন আদালতে এই মামলায় খালাস পান।

পরে ওই বছর দুর্নীতি দমন কমিশন (দুদক) খালাসের বিরুদ্ধে আপিল করে। অবশ্য নিম্ন আদালত এই মামলায় তারেকের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেন এবং ৪০ কোটি টাকা জরিমানা করেন -প্রথম আলো
২১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে