রবিবার, ২৪ জুলাই, ২০১৬, ০২:৪৬:৩৫

নিখোঁজ তালিকার অন্তত ২৭ জন 'জঙ্গি'

নিখোঁজ তালিকার অন্তত ২৭ জন 'জঙ্গি'

সাহাদাত হোসেন পরশ ও ইন্দ্রজিৎ সরকার: র‌্যাবের নিখোঁজ তালিকার ২৬১ জনের মধ্যে এখন পর্যন্ত অন্তত ২৭ জনের জঙ্গি-সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। ওই তালিকার ৯৭ জন পরিবারে ফিরে এসেছেন। নিখোঁজ থাকাকালীন তারা কোথায় কার সঙ্গে ছিলেন, এসব ব্যাপারে তদন্ত চলছে।

গুলশান ও শোলাকিয়ায় হামলার পর সারাদেশ থেকে রহস্যজনক নিখোঁজদের একটি তালিকা প্রকাশ করে র‌্যাব। এরই মধ্যে সংশ্লিষ্ট থানার ওসিকে নিখোঁজদের ব্যাপারে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে ঢাকায় প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়। র‌্যাবও নিখোঁজদের ব্যাপারে বিশদভাবে তথ্য সংগ্রহ করেছে।

প্রাপ্ত প্রতিবেদনে ২৭ জন জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়ার তথ্য-উপাত্ত পাওয়া গেলেও অন্যদের ব্যাপারে তদন্ত চলছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র বলছে, সন্দেহভাজনসহ জঙ্গি তৎপরতায় যুক্তদের এ সংখ্যা আরও বাড়তে পারে। তালিকায় নেই, তবে নিখোঁজ রয়েছেন এমন অনেকের খবরও প্রতিদিন আসছে। আবার নিখোঁজের তালিকায় আছেন এমন অনেকে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত নয় বলে তথ্য পাওয়া যাচ্ছে।


নিখোঁজ তালিকাভুক্ত চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষকসহ উচ্চশিক্ষিত কয়েকজন জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়েছেন বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা। তাদের কারও কারও ব্যাপারে বিভিন্ন দেশ থেকে কিছু তথ্য মিলেছে। তদন্ত-সংশ্লিষ্টরা বলছেন, মেধাবী এই যুবকরা মগজধোলাইয়ের শিকার হয়ে বিপথগামী হয়েছেন। তাদের জঙ্গিবাদ বিস্তারে কাজে লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, তালিকায় থাকা সবার ব্যাপারেই তদন্ত করে দেখা হচ্ছে। তারা কে কোথায় রয়েছেন, কী করছেন, জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়েছেন কি-না সবই খতিয়ে দেখা হচ্ছে। প্রবাসে কেউ জঙ্গিবাদে সম্পৃক্ত হলে তার ব্যাপারে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু করার সুযোগ কম বলেও মন্তব্য করেন এ কর্মকর্তা।

গত মঙ্গলবার রাতে নিখোঁজ ২৬১ জনের একটি তালিকা নিজেদের ফেসবুক পৃষ্ঠায় প্রকাশ করে র‌্যাব। তালিকা বিশ্লেষণ করে ও খোঁজ নিয়ে দেখা যায়, 'নিখোঁজ' অনেকেই নিজের বাসায় বা কর্মস্থলে রয়েছেন। গুলিতে নিহত বা প্রবাসে রয়েছেন এমন ব্যক্তির নামও রয়েছে তালিকায়।

এ প্রসঙ্গে র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন থানার সাধারণ ডায়েরি (জিডি), র‌্যাবের কাছে আসা অভিযোগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে একটি নিখোঁজ তালিকা তৈরি করে র‌্যাব।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, নিখোঁজদের ব্যাপারে ৩৪ ধরনের তথ্য চেয়ে সারাদেশের সংশ্লিষ্ট সব ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে।

যাদের ব্যাপারে সন্দেহ গভীর হচ্ছে: যে ২৭ জন উগ্রপন্থায় জড়িত বলে তথ্য পাওয়া গেছে তাদের মধ্যে রয়েছেন- ঢাকার তেহজীব করিম, ধানমণ্ডির জুনুন শিকদার, নিকেতনের ডা. আরাফাত হোসেন তুষার, বনানী ডিওএইচএসের তাওসীফ হোসেন, ধানমণ্ডির জুবায়েদুর রহিম, গুলশানের শেহজাদ রউফ ওরফে অর্ক, বসুন্ধরা আবাসিক এলাকার সাজ্জাদ রউফ (নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক), সাবেক নির্বাচন কমিশনার শফিউর রহমানের ছেলে তাহমিদ রহমান সাফি।

 

ব্রাহ্মণবাড়িয়ার সাইফুল্লাহ ওজাকি, বাড্ডার জুনায়েদ খান, তেজগাঁওয়ের বাসারুজ্জামান, নিউ ইস্কাটনের ইব্রাহিম হাসান খান, চাঁপাইনবাবগঞ্জের মেরিন ইঞ্জিনিয়ার নজিবুল্লাহ আনসারী ও ফেনীর রেদোওয়ানুল আজাদ রানা। এ ছাড়া সিলেটের তামিম আহমেদ চৌধুরী ও লক্ষ্মীপুরের এটিএম তাজউদ্দিন।


তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, তালিকায় থাকা চট্টগ্রামের মেরিন ইঞ্জিনিয়ার নজিবুল্লাহ আনসারী, জাপান প্রবাসী শিক্ষক সাইফুল্লাহ ওজাকি, কানাডা প্রবাসী তামিম চৌধুরী, অস্ট্রেলিয়া প্রবাসী আবু তারেক মোহাম্মদ তাজউদ্দিন কাওসার, চট্টগ্রামের চন্দনাইশের শিক্ষার্থী আসিফ আদনান, ঢাকার বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ বাসারুজ্জামানসহ আরও কয়েকজন জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তাদের মধ্যে নজিবুল্লাহ আনসারী ২০১৫ সালের জানুয়ারিতে ফেসবুক বার্তায় ভাইকে জানিয়েছিলেন, জঙ্গি সংগঠন আইএসে যোগ দিতে তিনি ইরাকে গেছেন। জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুল্লাহ ওজাকিও আইএসে যোগ দিয়েছেন বলে ধারণা পুলিশের।

প্রবাসী তামিম চৌধুরী ২০১৩ সাল বা তার কিছু পরে বাংলাদেশে ফেরার কথা বলে কানাডা ত্যাগ করেন। নিখোঁজ এই যুবক বাংলাদেশের উগ্রপন্থি তরুণদের আইএসের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে ভূমিকা রাখছেন বলে সেখানকার গোয়েন্দাদের ধারণা। ২০১৩ সালের পর থেকে নিখোঁজ আবু তারেক মোহাম্মদ তাজউদ্দিন কাওসার সিরিয়ায় গিয়ে আইএসের সঙ্গে যুক্ত হয়েছেন বলে তথ্য রয়েছে।

আসিফ আদনানকে ২০১৪ সালে ঢাকায় জঙ্গি তৎপরতার অভিযোগে গ্রেফতার করা হয়। পরে জামিনে বেরিয়ে তিনি ফের একই রকম কার্যক্রমে জড়িয়ে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ঢাকার আদাবরের পাইলট মাহমুদুল আহসান রাতুলকে ঘিরেও সন্দেহ রয়েছে গোয়েন্দাদের। তিনি নিখোঁজ হওয়ার পর ট্রেনে কাটা পড়ে মারা যান বলে ধারণা করে স্থানীয় পুলিশ। পুলিশের দেখানো একাধিক মৃতদেহ থেকে স্বজনরা রাতুলকে শনাক্ত করতে পারেননি।

র‌্যাবের নিখোঁজ তালিকার মধ্যে এখন পর্যন্ত অন্তত ৯৭ জনের খোঁজ পাওয়া গেছে। দেশের বিভিন্ন স্থানে তারা নিজের বাড়ি, কর্মস্থল, কারাগার বা প্রবাসে রয়েছেন। দু'জন নিহত হওয়ারও খবর পাওয়া গেছে। সর্বশেষ গতকাল শনিবার জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের চরনিজামপুর গ্রামের মোস্তফা কামাল গত ১৩ জুলাই বাড়ি ফিরেছেন। তিনি ৬ জুলাই গরু কিনতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন।

এদিকে সরকারি কর্মকমিশনের রংপুর অঞ্চলের সহকারী পরিচালক মশিউর রহমান গত ১২ মার্চ থেকে নিখোঁজ। এ দিন তিনি স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেওয়ার পর আর তার খোঁজ মেলেনি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের হিজলতলী এলাকার ব্যবসায়ী সোহেল রানা এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মনকষা বাজার এলাকার আনোয়ার ইকবাল সজীব নিখোঁজ রয়েছেন।

নোয়াখালীর বিভিন্ন এলাকা থেকে নিখোঁজ আরও সাতজন। তারা হলেন- সদরের জোবায়ের হোসেন, চাটখিলের হাবিবুর রহমান ইয়াছিন, ইউসুফ, সোনাইমুড়ির মাঈন উদ্দিন, ইজাজুল হক সজীব, বেগমগঞ্জের গোলাম আজম ও মো. ইউসুফ।

পলাতক জঙ্গি-সন্ত্রাসীদের তালিকা বিনিময় হবে: দায়িত্বশীল সূত্র বলছে, ২৭ জুলাই দিল্লিতে অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারতের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে পলাতক জঙ্গি ও সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা ও তথ্য বিনিময় হবে। তাদের গ্রেফতারে উভয় দেশ কীভাবে পরস্পরকে সহায়তা করবে তা নিয়ে আলোচনা হবে।

ভারতে পলাতক জেএমবি নেতা সালাউদ্দিন ওরফে সালেহীন, বোমা মিজান এবং মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজসহ কয়েকজনকে ধরতে এনআইয়ের সহযোগিতা চাইতে পারে বাংলাদেশ। এ ছাড়া গত বছরের শুরুর দিকে দিলি্লর পক্ষ থেকে বাংলাদেশে পলাতক সন্দেহে ৯ ভারতীয় জেএমবি সদস্যের নামের তালিকা কূটনৈতিক চ্যানেলেও পাঠানো হয়।

তারা সবাই বর্ধমান বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত। তারা হলেন- বোরহান শেখ, আবুল কালাম ওরফে আজাদ, হাবিবুর রহমান শেখ ওরফে শেখ, মাওলানা ইউসুফ শেখ ওরফে বাক্কার ওরফে মুহাম্মদ, জহিরুল শেখ, মোস্তাফিজুর রহমান ওরফে সাকিব ওরফে তুহিন, কাদের কাজী ওরফে কাদের, লাল মুহাম্মদ ওরফে লটু ওরফে ইব্রাহিম ওরফে সাইফ এবং আবদুল ওহাব ওরফে ওহাব। এ বৈঠকে তাদের সম্পর্কে হালনাগাদ কোনো তথ্য আছে কি-না তা আলোচনায় আসতে পারে।-সমকাল

২৪ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে