রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৪৮:০৫

বিপদে বাংলাদেশ, ভাগ্য এখন সুতোয় ঝুলছে!

বিপদে বাংলাদেশ, ভাগ্য এখন সুতোয় ঝুলছে!

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৭ সাফে প্রথম ম্যাচে ভারতের কাছে হারায় বাংলাদেশের জন্য মালদ্বীপ ম্যাচটি ছিল ভীষণ গুরুত্বের। কিন্তু এমন ম্যাচেই কিনা জয় বের করতে পারেননি কিশোররা। আক্রমণ ও রক্ষণভাগের বিবর্ণতায় মালদ্বীপের সঙ্গে করেছে ১-১ গোলে ড্র। ফলে আসরে সাইফুল বারীর দলের সেমিফাইনালের ভাগ্য এখন সুতোয় ঝুলছে।

বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে ভারত ও মালদ্বীপের মধ্যকার ম্যাচে। আগামী মঙ্গলবার ভারতের কাছে যদি মালদ্বীপ ২-০ গোলে হারে তবেই শেষ চারে যাবে বাংলাদেশ।

আজ (রবিবার) চাংলিমিথাং স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। তাতে একের পর এক সুযোগ ধরা দিতে থাকে।

তবে প্রতিপক্ষের বক্সে গিয়ে খেই হারান কিশোররা। ৩৭তম মিনিটে সতীর্থের ক্রস ছোট বক্সের ভেতরে বুক দিয়ে নাজমুল হুদা ফয়সাল নামালেও শট নিতে পারেননি, তার আগেই ক্লিয়ার করেন মালদ্বীপের এক খেলোয়াড়।

বিরতি থেকে ফিরেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় বাংলাদেশ। বক্সের সামনে থেকে বাঁ পায়ের বাকানো শটে জাল খুঁজে নেন মুর্শেদ আলী।

জয়ের পথেই ছিল বাংলাদেশ কিন্তু ৭৯ মিনিটে দুই সেন্টারব্যাক কামাল মৃধা ও আব্দুল রিয়াদ আটকাতে পারেননি মালদ্বীপের ইলাম ইমরানকে। দুজনকে পরাস্ত করে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করে মালদ্বীপের সেমির সম্ভাবনা জোরাল করেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে