নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া দাবি করেছেন, রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ‘মূল হোতাদের’ সম্পর্কে তথ্যসূত্র পাওয়া গেছে। তাদের গ্রেফতার এখন ‘সময়ের ব্যাপার’ মাত্র।
রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। ডিএমপি কমিশনার বলেন, ‘গুলশানের হলি আর্টিজানে কিভাবে হামলা হয়েছে, কারা করেছে তাদের তথ্যসূত্র পাওয়া গেছে। তাদের গ্রেফতার এখন সময়ের ব্যাপার মাত্র।’
তদন্তের যথেষ্ট অগ্রগতি হয়েছে দাবি ডিএমপি কমিশনার আরও বলেন, ‘ঘটনাস্থলের গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সব মিলিয়ে বলা যায়, তদন্তে যথেষ্ঠ অগ্রগতি হয়েছে।’
প্রসঙ্গত, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁতে হামলার ঘটনায় ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হন। এছাড়া জঙ্গিদের গ্রেনেডে নিহত হোন দুই পুলিশ কর্মকর্তা। পরদিন যৌথ অভিযানে ৬ জঙ্গিকে নিহতের পাশাপাশি ৩০ জনের বেশি জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়।
২৪ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম