ঢাকা : খোঁজ নেই ডাচ্ বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) প্রেসিডেন্ট মো. হাসান খালিদের। রাজধানীর ধানমণ্ডি থেকে তিনি নিখোঁজ হয়েছেন।
শনিবার রাতে এ ঘটনায় ধানমণ্ডি থানায় তার পরিবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, গত রাত থেকে মো. হাসান খালিদ নিখোঁজ রয়েছেন। তিনি গতকাল ধানমণ্ডির বাসা থেকে তার বসুন্ধরা আবাসিক এলাকার অফিসে গিয়েছিলেন। এরপর আর বাসায় ফিরেননি তিনি।
তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ বলে জানান ওসি। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
২৪ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম