নিউজ ডেস্ক : দু’মাস পরেও বাংলাদেশের রিজার্ভ চুরির কিনারা হয়নি। সন্দেহের জালে অনেকেই। প্রকৃত অপরাধী অধরা। অপরাধের শিকড় এশিয়া, ইউরোপ, আমেরিকা ছাড়িয়ে আফ্রিকাতেও। কাজটা কারও একার নয়, কোনও একটি দেশের নয়। হদিশ পেতে সময় তো লাগবেই!
শেষ পর্যন্ত গচ্চা যাওয়া অর্থ ফেরত না এলে গর্তটা ভরাট হবে কীভাবে। এক মাস আগে সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বেগে জল ঢেলেছিলেন। বলেছিলেন, রিজার্ভ চুরি নিয়ে বেশি চিন্তার কারণ নেই। নিশ্চিন্ত হওয়ার উপায় তিনি ব্যাখ্যা করেননি।
শেখ হাসিনার কথা যে নিছক স্তোক বাক্য নয়, এতদিনে সেটা স্পষ্ট। বাংলাদেশ ব্যাঙ্কে রিজার্ভের রেকর্ড। তহবিলে ৩ হাজার কোটি ২০ লাখ ডলার। প্রচণ্ড খরার পর তুমুল বৃষ্টি। এ তো প্রকৃতির করুণা নয়, মানুষের কাজ। সম্ভব হল কীভাবে। চমকাচ্ছে পাকিস্তান। অঙ্কটা কল্পনার বাইরে। তাদের বর্তমান সম্বল এর অর্ধেকেরও কম।
কৌশলটা জানতে চাইছে। ঢাকায় ইসলামাবাদের রাষ্ট্রদূত মারফত উন্নয়নের ছবিটা পাকিস্তানে পৌঁছলেও প্রগতির রাস্তাটা তাদের কাছে অনাবিষ্কৃত। বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এতটাই খারাপ, ঢাকায় পাকিস্তান দূতাবাসের দিকে পা রাখে না কেউ। পর্যটকদের ভিসা পাওয়ার ভিড় নেই। দ্বিপাক্ষিক সম্পর্ক সুতোয় ঝুলছে।
উল্লেখযোগ্য রফতানি রিজার্ভ বৃদ্ধির অন্যতম কারণ। সামনের বছরে রফতানি বাণিজ্য আরও বাড়বে। বিশ্ববাজারের চাহিদা সামাল দিতে ব্যতিব্যস্ত বাংলাদেশ। উৎপাদন দ্বিগুন হলেও ফাঁক থেকে যাবে। শিল্পে গ্যাস রেশনিংয়ে উৎপাদন কিছুটা মার খাচ্ছে, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। বেশি নজর পোশাক শিল্পে। সেটাই ডলারের খনি। বিদেশে কর্মরত বাংলাদেশিরা দেশে ডলার পাঠাচ্ছে বেশি। উপার্জন বাড়ছে। রেমিট্যান্সের অঙ্কটা ঊর্ধ্বমুখী।
সার্কের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রিজার্ভ ভারতের। দ্বিতীয় স্থানে বাংলাদেশ। বাকিরা অনেক পিছিয়ে। উন্নয়নের দুর্বার গতিতে দুর্গতি কাটছে বাংলাদেশের। দিনে দিনে আরও উজ্জ্বল। বাজারে ডলার উদ্বৃত্ত, আমদানি কমায়। কেন্দ্রীয় ব্যাঙ্ক ডলার কিনছে অন্য ব্যাঙ্ক থেকে। এ পর্যন্ত কিনেছে ৩৪০ কোটি ডলার। আগামি বছর আরও কেনার প্ল্যান। অনেক বেসরকারি সংস্থা আমদানি করতে ঘরের ডলার নষ্ট না করে বিদেশি ঋণ নিয়ে পাওনা মেটাচ্ছে। তাতেও ডলার বাঁচছে। -আনন্দবাজার
২৫ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস