সোমবার, ২৫ জুলাই, ২০১৬, ১২:১৪:০৫

নতুন করে জঙ্গিবাদ বিরোধী অভিন্ন খুতবা কেন?

নতুন করে জঙ্গিবাদ বিরোধী অভিন্ন খুতবা কেন?

নিউজ ডেস্ক : বাংলাদেশের আলেম-ওলামা ও সংসদীয় কমিটির সঙ্গে পরামর্শ করে ইসলামিক ফাউন্ডেশনকে জুমার নামাজের জন্য জঙ্গিবাদ বিরোধী অভিন্ন খুতবা নতুন করে তৈরি করতে বলেছে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর গত ১৪ই জুলাই সারাদেশের মসজিদে পাঠ করার জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকে অভিন্ন খুতবা সরবরাহ করা হয়। মাত্র কয়েকদিনের ব্যবধানে নতুন করে আবার খুতবা তৈরি করতে হবে কেন?

ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেছেন, খুতবার ভাষাগত এবং উচ্চারণগত কিছু পরিবর্তন আনার জন্যই নতুন করে খুতবা তৈরি করতে বলেছে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

মাইজভাণ্ডারী জানিয়েছেন, ১৪ই জুলাই প্রথমবার সারাদেশে জঙ্গিবাদ বিরোধী অভিন্ন খুতবা পাঠানো হলেও, অনেক মসজিদেই সেটি পড়া হয়নি।

এরপর কওমি মাদ্রাসা ও হেফাজতে ইসলামের শীর্ষ আলেমরা যোগাযোগ করেন ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে।

তারা ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব আলেম দিয়ে তৈরি করা অভিন্ন খুতবার কিছু বিষয় নিয়ে আপত্তি জানান। কিন্তু বড় কোনো আপত্তি প্রকাশ করেননি তারা।

তাদের সাথে আলোচনার পর সংসদীয় কমিটি সর্বজন গ্রাহ্য অর্থাৎ সবাই গ্রহণ করবেন এমন একটি জঙ্গিবাদ বিরোধী অভিন্ন খুতবা নতুন করে তৈরি করতে বলেছে বলে জানিয়েছেন মাইজভাণ্ডারী। -বিবিসি
২৫ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে