নিউজ ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আপিল বিভাগের দেয়া মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের ওপর শুনানির জন্য এক মাস সময় পেলেন মীর কাসেম। এই শুনানির জন্য দুই মাস সময় চেয়ে রোববার আবেদন করেছিলেন তার আইনজীবীরা।
সোমবার মীর কাসেমের রিভিউ শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে রোববারের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এর উপর শুনানি অনুষ্ঠিত হয়।
সময় আবেদনের উপর শুনানি শেষে আদালত রিভিউ শুনানির জন্য ২৪ আগস্ট দিন ধার্য করেন। মীর কাসেমের পক্ষে শুনানির আবেদন করেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
২৫ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম