সোমবার, ২৫ জুলাই, ২০১৬, ০৫:৪৩:০৩

তারেক রহমানের রাষ্ট্রনায়ক হতে বাধা নেই : নজরুল ইসলাম খান

তারেক রহমানের রাষ্ট্রনায়ক হতে বাধা নেই : নজরুল ইসলাম খান

ঢাকা : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার কারণ একটাই, ভবিষ্যতে যাতে জাতীয় নির্বাচনে জয়ী হওয়া যায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গোলটেবিল বৈঠকে তিনি এমন মন্তব্য করেন।  

জাসাস ঢাকা মহানগর উত্তর এ গোলটেবিলের আয়োজন করে।


‌‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় প্রহসনমূলক রায় এবং সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূলে জাতীয় ঐক্যের ভবিষ্যৎ’ শীর্ষক এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

নজরুল ইসলাম খান বলেন, সরকার তারেক রহমানকে সাজা দিয়ে নির্বাচনে জয়ী হওয়ার পরিবেশ নিশ্চিত করতে চায়।  তবে সরকারের এ পরিকল্পনা বাস্তবায়ন হবে না।  এটা সরকারের ভুল ধারণা। জনগণ সরকারের ওপর ক্ষুব্ধ।

তারেক রহমানের রাষ্ট্রনায়ক হতে বাধা নেই বলে মন্তব্য করেন তিনি।  বলেন, পৃথিবীতে অনেক ইতিহাস আছে কাউকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। পরবর্তীতে তিনি দেশের রাষ্ট্রনায়ক হয়েছেন।  

নজরুল ইসলাম খান বলেন, তাই তারেক রহমানেরও রাষ্ট্রনায়ক হতে বাধা নেই।  এটা নিয়ে চিন্তার কিছু নেই।  তবে চিন্তার বিষয় হচ্ছে সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, অবৈধ সরকার এত অপকর্ম করছে যে, তারা ক্ষমতা ছাড়তে পারছে না। এ কারণে সরকার একের পর এক অপরাধ করে যাচ্ছে।  এরই ধারাবাহিকতায় তারেক রহমানকে সাজা দিয়েছে।

তিনি বলেন, বিচারিক আদালতে সম্পূর্ণরূপে খালাস পাওয়া মামলায় সাজা দিয়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত করেছে।  জঙ্গিবাদ-সন্ত্রাস নির্মূলে জাতীয় ঐক্যের পরিবেশকে বিনষ্ট করাই হচ্ছে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক ডা. আরিফুর রহমান মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জেড এম জাহিদ হোসেন, বিএনপির সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহামন হাবিব, নির্বাহী কমিটির সদস্য রাশিদা বেগম হীরা, জাসাসের সভাপতি আব্দুল মালেক, ঢাকা মহানগর বিএনপির সদস্য ইউনুছ মৃধা প্রমুখ।
২৫ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে