সোমবার, ২৫ জুলাই, ২০১৬, ০৯:৩৮:৩৬

আজকের দুর্দশার মহা ভিলেন জিয়াউর রহমান : যুবলীগ চেয়ারম্যান

আজকের দুর্দশার মহা ভিলেন জিয়াউর রহমান : যুবলীগ চেয়ারম্যান

ঢাকা : যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, আজকের আদর্শিক দুর্দশার মহা ভিলেন জিয়াউর রহমান।  ১৯৭৮ সালে চট্টগ্রামে বসে হিন্দুর লেখা জাতীয় সঙ্গীত পরিবর্তনের ঘোষণা দিয়েই এই বিষবৃক্ষ রোপণ করেছিলেন তিনি।  পরে এমন কোনো অপরাজনীতি নেই যা তিনি করেননি।

তিনি বলেন, একই ধারাবাহিকতায় তার স্ত্রী বেগম খালেদা জিয়াও সভ্য সমাজের মানুষের জন্য রাজনীতি কঠিন করে তুলেছেন।  খালেদা জিয়ার বৈঠকে বিশিষ্টজনের তালিকায় তার নিজে দলের ভদ্র ও ত্যাগী রাজনীতিকরাই স্থান পান না।  তাহলে তিনি কাদের সঙ্গে আছেন অনুধাবন করতে হবে।

সোমবার রাজধানীর ধানমণ্ডিতে যুবলীগ চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

ওমর ফারুক চৌধুরী বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে যুবসমাজ বসে থাকবে না; তারা সদা জাগ্রত।  যুবলীগের ৪০টি টিম সারাদেশে যুবজাগরণের কাজ করছে।  তারা মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে জেলা-উপজেলা পর্যায়ে চষে বেড়াচ্ছে।

তিনি বলেন, জামায়াত হচ্ছে পাকিস্তানের মাদার সংগঠন আর বিএনপি হচ্ছে সিস্টার সংগঠন।  তারা জামায়াত ছাড়বে কেন? জামায়াত নিষিদ্ধ হলে সেই লোকগুলো তো আর নিষিদ্ধ হবে না।  তারা তখন বিএনপির সঙ্গে যুক্ত হবে।

জিয়া অপরাজনীতির মস্তিষ্ক উল্লেখ করে খালেদা জিয়া ও তারেক রহমানকে 'এর হৃদপিণ্ড' হিসেবে অভিহিত করেন যুবলীগ চেয়ারম্যান।

যুবলীগ চেয়ারম্যান বলেন, বিএনপিতে এখন প্রতিদিন স্বরচিত বক্তৃতা পাঠের আসর বসে।  খালেদা জিয়ার এখন থাকার কথা রিমান্ডে, কিন্তু তিনি বলেন জাতীয় ঐক্যের কথা।  যারা নিজেদের কমিটিই পূর্ণাঙ্গ করতে পারে না তারা জাতীয় ঐক্য করবে কীভাবে?

‘ব্রিফিং আর এলাহী ভরসার দল’ বিএনপি বলেও মন্তব্য করেন তিনি।
২৫ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে