সোমবার, ২৫ জুলাই, ২০১৬, ১০:১৭:৩৪

উত্তপ্ত সংসদ, ক্ষমা চাইলেন ইনু

উত্তপ্ত সংসদ, ক্ষমা চাইলেন ইনু

ঢাকা : জাতীয় সংসদ সদস্যদের ‘চোর’ বলার পর সমালোচনার মুখে সংসদ অধিবেশনে ক্ষমা চাইলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।  এর আগে সোমবার দুপুরে মন্ত্রিসভায় সমালোচনার পর সন্ধ্যায় উত্তপ্ত হয়ে উঠে সংসদ।  অধিবেশনে সংসদ সদস্যদের তোপের মুখে পড়েন ইনু।

 
এর পরিপ্রেক্ষিতে তিনি নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলে সংসদ সদস্যরা তাতে সম্মত না হয়ে ক্ষমা চাওয়ার দাবি তোলেন।

তথ্যমন্ত্রী তখন বলেন, আমি মনে করি গণমাধ্যমে আমার বরাত দিয়ে যে বক্তব্য এসেছে, সেজন্য আমি ক্ষমা চাচ্ছি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
 
টিআর ও কাবিখা প্রকল্পে অনিয়ম ও লুটপাটের জন্য সংসদ সদস্য ও আমলাদের দায়ী করে ‘চোর’ আখ্যায়িত করায় তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি।  

রোববার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ‘চতুর্থ বাংলাদেশ সামিট-টেকসই উন্নয়ন ২০১৬’ সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে টিআর-কাবিখা বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আমি তো এমপি আমি জানি, টিআর কীভাবে চুরি হয়।  সরকার ৩০০ টন দেয়, এর মধ্যে এমপি সাহেব আগে দেড়শ’ টন চুরি করে নেয়। তারপর অন্যরা ভাগ করে।  সব এমপি করে না।
টেকসই উন্নয়ন বাস্তবায়নের জন্য আমাদের দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে।
২৫ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে