ঢাকা : কর্মসূচি পালনে এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নতুন নির্দেশনা। আগামী ২৭ জুলাই দেশব্যাপী বিএনপির বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করতে নেতাদের নির্দেশনা দিয়েছেন বেগম জিয়া।
বিশেষ করে যারা নবম জাতীয় সংসদে বিএনপির মনোনয়নে নির্বাচন করেন এবং আগামীতে নির্বাচন করতে ইচ্ছুক তাদেরই এ নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচনে দলের টিকিট চাইলে কর্মসূচি যথাযথভাবে পালন করতে হবে।
সোমবার নেতাদের এ নির্দেশনা দেয়া হয় বলে চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্র জানিয়েছে।
গত ২৩ জুলাই অনুষ্ঠিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি সফলে সংশ্লিষ্ট নেতাদের এ নির্দেশনা দেয়া হয় বলে সূত্র জানায়।
মুদ্রাপাচার মামলাকে ‘মিথ্যা’ দাবি করে এ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে আগামী ২৭ জুলাই ঢাকা মহানগরীসহ দেশের সব মহানগরের থানায় থানায় এবং জেলার সব উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
২৫ জুলাই সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের পক্ষে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
২৫ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম