মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬, ০৯:৫৪:০০

জঙ্গি আস্তানায় অভিযান নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

জঙ্গি আস্তানায় অভিযান নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

ঢাকা : গুলশানের পর রাজধানীতে ফের বড় গোলাগুলির ঘটনা ঘটে। সর্বশেষ খবরে ৯ জন নিহত হয়েছে। অভিযান নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় প্রচুর বোমা-বারুদ রয়েছে বলে জানিয়েছেন। এগুলো নিষ্ক্রীয় করছে পুলিশ।

মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে তিনি এ তথ্য জানান। ডিএমপি কমিশনার বলেন, বোমগুলো নিষ্ক্রীয় করতে ৩/৪ ঘণ্টা সময় লাগবে। দুর্ঘটনা ঘটার আশঙ্কায় ঘটনাস্থলে আপাতত কাউতে যেতে দিচ্ছি না।
 
প্রসঙ্গত, জঙ্গিদের ছোড়া বোমাগুলো নিষ্ক্রীয় করার পর সাংবাদিকদের বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পাঁচ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামে একটি বাসার ৫তলায় মঙ্গলবার ভোর রাতে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ।

এ ঘটনায় বাড়ির ভেতরে থাকা ৯ জন জঙ্গি সদস্যের সবাই নিহত হয় বলে এর আগে জানায় পুলিশ।
২৬ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে