নিউজ ডেস্ক : রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশ-র্যাব-ডিবি-সোয়াটের যৌথ অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে। এতে কয়েকজন পুলিশ আহত হয়েছে। দুইজনকে আটক করে পুলিশ।
মঙ্গলবার সকাল ছয়টা ৫১ মিনিট থেকে সাতটা ৫১ মিনিট এ পর্যন্ত অভিযান চলে। সেখান থেকে আটক দুই জঙ্গির একজন দাবি করেছেন তারা আইএসের লোক।
দুইজনের একজন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
আটক একজনের নাম হাসান (২৫)। তার বাড়ি বগুড়ার জীবন নগর। এক বছর ধরে এই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। এখানে বাবুর্চি হিসেবে কাজ করতেন তিনি। হাসানের দাবি, তারা আইএসের লোক।
বাম পায়ের রানের ওপরে গুলির জখম রয়েছে তার। হাসানই পুলিশকে জানান, মেসে তারা ১১ জন ছিলেন। কয়েকমাস আগে তারা মেসটি ভাড়া নেন। সোমবার রাত সাড়ে ১১টা থেকে ভবনটি ঘিরে রেখেছিল পুলিশ।
২৬ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম