নিউজ ডেস্ক : জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে রাজধানী ঢাকা থেকে শোলাকিয়ার উদ্দেশে রোড মার্চ শুরু করেছে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন।
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে মঙ্গলবার সকাল সোয়া ৮টায় জাতীয় প্রেস ক্লাব থেকে রোড মার্চ শুরু করেন তারা।
৪০টি গাড়ির বহর নিয়ে শুরু হওয়া এ অভিযাত্রা দেশের বৃহত্তর ঈদগাহ্ মাঠ শোলাকিয়া পৌঁছে শোক সভায় অংশ নেবে।
২৬ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম