নিউজ ডেস্ক : রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান শেষে বাড়ির মালিকের খোঁজে নেমেছে পুলিশ। এখন পর্যন্ত তার হদিস মেলেনি। ওই অভিযানে অন্তত ৯ জন নিহত হয়েছেন। পুলিশসহ আহত হয়েছেন বেশ কয়েকজন।
পুলিশ জানিয়েছে, কল্যাণপুরের ৫ নম্বর সড়কের গার্লস হাই স্কুলের পাশের ৫৩/৩ তাজমঞ্জিল নামের যে বাড়িটিতে ‘জঙ্গিদের আস্তানা’ ছিল ওই বাড়ির মালিকের নাম আতাহার উদ্দিন আহমেদ। তবে বাড়িটি জাহাজ বিল্ডিং নামে পরিচিত।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মারুফ হাসান বলেন, ছয়তলা ওই বাড়ির প্রথম তিন তলা পর্যন্ত ফ্যামিলি থাকে। পরের তিনতলায় মেস ভাড়া দিয়েছেন আতাহার উদ্দিন। ওই বাড়ির পঞ্চমতলার মেসে জঙ্গিরা আস্তানা গেড়ে বসেছিল।
তিনি বলেন, ওই বাড়িতে পুলিশের অভিযানের পর বাড়ির মালিক কোথায় আছেন, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তার খোঁজে পুলিশ কাজ করছে।
পুলিশের ধারণা, গত মাসে কিংবা চলতি মাসের শুরুর দিকে জঙ্গিরা ওই বাসা ভাড়া নিয়েছিল।
ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, সংবাদ পেয়ে রাত ১২টায় ওই বাড়িটি ঘিরে রাখে আইনশৃংখলা বাহিনী। এরপর মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে ওই ভবনে ‘অপারেশন স্টর্ম-২৬’ অভিযান চালানো হয়। এতে নয় 'জঙ্গি' নিহত হন। এছাড়া একজনকে গ্রেফতার করা হয়েছে।
এ অভিযানে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি। পুলিশের দাবি, নিহতরা সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য।
২৬ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম