উদিসা ইসলাম : রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বরে রোডের জাহাজ বিল্ডিং অভিযান চালানোর পূর্বে এলাকাটির বেশ কয়েকটি মেসে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় মেসের ভাড়াটিয়াদের কাগজপত্র দেখে পুলিশ। স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কল্যাণপুরের ৫ ও ৬ নম্বর রোডে বেশ কয়েকটি মেস রয়েছে। মঙ্গলবার রাতে এ দুটি রোডের বেশ কয়েকটি মেসে অভিযান চালায় পুলিশ। একাধিক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, মঙ্গলবার রাতে অন্তত ৫-৬ টি মেসে অভিযান চালায় পুলিশ। এ সময় তারা মেসের সদস্যদের জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র দেখতে চায়।
১৬-১৭ নম্বর বাসার বিপ্লব নামের একজন জানান, পুলিশ রাতে তাদের বাসায় যায়। তিনি জানান, তার পাশের ফ্ল্যাটে কয়েকজন আফ্রিকান নাগরিক বাস করেন। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে চলে যায়।
জাহাজ বিল্ডিংয়ের উল্টো পাশের ভবনের কেয়ারটেকার জানান, তাদের ভবনেও কয়েকটি মেস রয়েছে। রাতে পুলিশ এসে মেসের সদস্যাদের জিজ্ঞাসাবাদ করে ও কাগজপত্র দেখে চলে যায়।
কেয়ার টেকার বলেন, আমাদের বাসা থেকে কাগজপত্র দেখে পুলিশ চলে যায়। পরে রাত ১২টার দিকে ৮ নম্বর রোড দিয়ে পুলিশ সংখ্যক পুলিশকে আসতে দেখি। এরপর জাহাজ বিল্ডিং থেকে গোলাগুলি শুরু হয়। এ সময় ওই বাসা থেকে ‘আল্লাহু আকবর’ ও ‘আমরা মরতে এসেছি’- বলে চিৎকার শোনা যায়।
কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫ তলা ভবনে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে। অপারেশন স্টর্ম-২৬ নামে চালানো এক ঘণ্টাব্যাপী অভিযানে ভবনে থাকা ৯ জঙ্গি মারা যায় পুলিশের গুলিতে। অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান এই খবর নিশ্চিত করেছেন। জঙ্গিরা নিহত হবার পর পুলিশ অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।
র্যাব-পুলিশের অন্তত এক হাজার সদস্য অংশ নেন অভিযানে। সোমবার রাত সাড়ে ১১টা থেকে ভবন ও তার আশেপাশের এলাকা ঘিরে রেখেছিল পুলিশ।
উল্লেখ্য, রাজধানীর কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫ তলা ভবনে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে। অপারেশন স্টর্ম-২৬ নামে চালানো এক ঘণ্টাব্যাপী অভিযানে ভবনে থাকা ৯ জঙ্গি মারা যায় পুলিশের গুলিতে। জঙ্গিরা নিহত হবার পর পুলিশ অভিযান সমাপ্ত ঘোষণা করেছে। -বাংলা ট্রিবিউন
২৬ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম