নিউজ ডেস্ক : রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানা’য় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে হাসান (২৫) নামে যে যুবককে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে তার বাড়িও বগুড়ার জীবননগরে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার দিবাগত রাতে কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ৫ নম্বর সড়কে জাহাজ বিল্ডিং নামে পরিচিত ‘তাজ মঞ্জিলে’ এ ঘটনা ঘটে। এই অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যৌথবাহিনীর অভিযানের সময় বাঁচতে ৪ তলা থেকে লাফ দিয়েছিল হাসান। তিনি প্রথমে পুলিশের গুলিতে আহত হন এবং পরে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানের মধ্যে রাত তিনটার দিকে পুলিশের সঙ্গে গোলাগুলির মধ্যে এক জঙ্গি আহত হয়। হাসান নামে ২৫ বছর বয়সী ওই তরুণকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেডিকেলের নিবন্ধন খাতায় হাসানের বাবার নাম লেখা হয়েছে রেজাউল করিম। বাড়ি বগুড়ার জীবননগরে। সেখানে লেখা হয়েছে তার পায়ে গুলি ও মাথায় জখমের চিহ্ন রয়েছে।
এদিকে, সকালে কল্যাণপুরের ঘটনাস্থল পরিদর্শনে এসে আইজিপি শহীদুল হক সাংবাদিকদের বলেন, গুলশানে ‘জেএমবির যে গ্রুপ’ হামলা চালিয়েছিল, এরা সেই গ্রুপেরই সদস্য বলে ধারণা করছেন তারা।
২৬ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম