নিউজ ডেস্ক : রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানা’য় পরিচালিত ‘অপারেশন স্টর্ম-২৬’ অভিযানে নিহতরা সবাই জঙ্গি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদাজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় অভিযানকে সফল বলে দাবি করেন তিনি।
আসাদাজ্জামান খাঁন কামাল বলেন, আগাম তথ্যের ভিত্তিতেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। আস্তানায় থাকা জঙ্গিরা বড় ধরণের নাশকতার ষড়যন্ত্র করছিল। আস্তানায় পুলিশ পৌঁছালে জঙ্গিরা গুলি চালায়। পরে অভিযান চালিয়ে জঙ্গিদের ব্যর্থ করে দেওয়া হয়। অভিযান সফল হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন সেখানে রুটিন ওয়ার্ক চলছে। এক জঙ্গি ধরা পড়েছে। নিহত হয়েছেন ৯ জন। নিহতদের সবাই জঙ্গি। কয়েকজন পুলিশও আহত হয়েছে।
উল্লেখ্য, রাজধানীর কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫ তলা ভবনের চার তলার একটি 'জঙ্গি' আস্তানায় যৌথবাহিনীল অভিযানে ৯ জন নিহত হয়েছে। সোয়াট, র্যাব, ডিবি ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী 'অপারেশন স্টর্ম-২৬' পরিচালনা করে।
২৬ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম