নিউজ ডেস্ক : সরকারের মধ্যে জঙ্গি রয়েছে বলে মন্তব্য করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। তিনি বলেছেন, কল্যাণপুরে ৯ ‘জঙ্গি’কে কেন হত্যা করা হলো, তাদেরকে গ্রেফতার করে কেন বিচারের আওতায় আনা হলো না?
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ এবং গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য’ শীর্ষক এই গোলটেবিল সভার আয়োজন করে বাংলাদেশ ইয়ূথ ফোরাম।
শাহ মোয়াজ্জেম বলেন, আমাদের যদি জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততা পান, তাহলে বিচার করে ফাঁসি দেন, কোনো আপত্তি নেই। আমরাও জঙ্গিবাদের বিরুদ্ধে, জঙ্গি দমন করুন, তবে তাদের আইনের মাধ্যমে বিচারের ব্যবস্থা করতে হবে।
বিএনপির এ নেতা বলেন, গুলশানে হামলা ও শোলাকিয়া ঈদ জামাতে হামলাকারীদেরকেও একইভাবে কেন মেরে ফেলা হলো? তাদেরকে বেঁচে রেখে বিচার করলে আমরা প্রকৃত ঘটনা জানতে পারতাম।
উচ্চ আদালতে দুর্নীতির মামলায় তারেক রহমানকে দণ্ড দেওয়া হয়েছে উল্লেখ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, এই মামলায় বিচারিক আদালত তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন। এই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে কেউ সাক্ষী দেননি।
উচ্চ আদালত কিভাবে এই রায়ের বিরুদ্ধে বিচার করতে পারেন। একদিন এর বিচার হবে।
ফোরামের উপদেষ্টা আকবর হোসেন ভূইয়া নান্টুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি নেতা আনোয়ার হোসেন, ইউনুছ মৃধা, ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।
২৬ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম