ঢাকা : অবশেষে মিলল ডাচ্ বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিখোঁজ প্রেসিডেন্ট হাসান খালেদের লাশ।
ডাচ্ বাংলা চেম্বারের নিখোঁজ প্রেসিডেন্ট হাসান খালেদের লাশ উদ্ধার করা হয়েছে।
২৬ জুলাই মঙ্গলবার দুপুর ২টার দিকে কেরানীগঞ্জ থানাধীন এলাকায় বুড়িগঙ্গা নদীতে তার লাশ পাওয়া যায়। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।
পরিবারের লোকজন খালেদ হাসানের লাশ শনাক্ত করেন।
এর আগে ২৪ জুলাই রোববার নিখোঁজের ঘটনায় খালেদের শ্যালক শরীফুল আলম ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
৫৫ বছর বয়সী এই ব্যবসায়ীর পরিবারের দাবি, গত শনিবার রাতে ধানমণ্ডির ৪/১ নম্বরের বাড়ি থেকে বের হওয়ার পর থেকে খালেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধানমণ্ডির পুলিশ জানিয়েছিল, জিডির পর তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
হাসান খালেদ কেমিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। ২৫ বছর ধরে আমদানি-রপ্তানি এবং প্লাস্টিক পণ্যের ব্যবসায় জড়িত তিনি।
২৬ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম