নিউজ ডেস্ক : অক্টোবরে অনুষ্ঠেয় ব্রিকস-বিমসটেক সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
মঙ্গলবার ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) এক অনুষ্ঠানে হাই কমিশনার বিষয়টি নিশ্চিত করেন। এ সময় সেখানে এনডিসির কমানড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী উপস্থিত ছিলেন।
ভারতের গোয়ায় ১৫-১৬ অক্টোবর ব্রিকস-বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকস-এর বর্তমান চেয়ারম্যান ভারত।
অন্যদিকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাত দেশের কারিগরি ও অর্থনৈতিক জোট বিমসটেক- এর সদস্য বাংলাদেশ। অন্য দেশগুলো হচ্ছে- ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার ও থাইল্যান্ড।
এনডিসিতে দেয়া বক্তব্যে ভারতীয় কমিশনার গুলশান ও শোলাকিয়া জঙ্গি হামলায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
এ সময় জঙ্গি দমনে সশস্ত্র বাহিনীর সাহসী ভূমিকার প্রশংসা করে হর্ষ বর্ধন বলেন, দেশে শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় আপনাদের ভূমিকা এবং প্রতিশ্রুতিকে আমি স্যালুট জানাই।
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকার ব্যাপারে তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন ভারতীয় হাইকমিশনার।
২৬ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম